IRCON Apprentice Recruitment 2025: ইরকন কোম্পানিতে বিনামূল্যে প্রশিক্ষন! প্রতিমাসে ১০ হাজার স্টাইপেন্ড।

By Ipsita Dey

Published On:

Follow Us
IRCON Apprentice Recruitment 2025

IRCON Apprentice Recruitment 2025: ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড এর পক্ষ থেকে অ্যাপ্রেন্টিস পদে পদে নতুন কর্মী নিয়োগ চলছে। গ্র্যাজুয়েট ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসে একাধিক কর্মী নিয়োগ করা হবে। এছাড়াও রয়েছে মাসিক স্টাইপেন্ডএর সুবিধা। যারা এই পদে আবেদন করার জন্য আগ্রহী তারা অতিসত্বর আবেদন করুন।

রাজ্যের যেকোনো জেলার পুরুষ ও মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন। পদের নাম, মোট শূন্যপদ, আবেদনের তারিখ, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি, আবেদন করার জন্য কি কি প্রয়োজন তা আজকের এই প্রতিবেদনে বিশদে আলোচনা করা হল।

Important Dates

আবেদন শুরুইতি মধ্যেই শুরু হয়ে গেছে
আবেদন শেষ১৫.০১.২০২৫ 
অনলাইনে রিসিপ কপি জমার শেষ তারিখ২৫.০১.২০২৫

Post Name Of IRCON Apprentice Recruitment 2025

নিয়োগকারী সংস্থাIRCON International Limited
পদের নাম অ্যাপ্রেন্টিস

Read More: ভারতীয় পোর্টে স্থায়ী কর্মী নিয়োগ চলছে! আবেদন করা যাবে ৩১শে জানুয়ারী ২০২৫ পর্যন্ত।

মোট শূন্যপদের সংখ্যা কত?

গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস

সিভিল পদের জন্য১৩ টি
ইলেকট্রিক্যাল পদের জন্য ০৪ টি
S&T পদের জন্য০৩ টি

টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস

সিভিল পদের জন্য০৭টি
ইলেকট্রিক্যাল পদের জন্য ০২টি
S&T পদের জন্য০১টি

শিক্ষাগত যোগ্যতা

এই পদে (IRCON Apprentice Recruitment 2025) আবেদন করার জন্য প্রার্থীকে কোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েট অথবা ইঞ্জিনিয়ারিং অথবা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এছাড়া টেকনোলজি বিষয়ে পড়াশোনা জানা আবশ্যক।

বেতনসীমা কি?

Post NameMonthly Salary
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস১০,০০০/- টাকা
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস৮,৫০০/- টাকা

বয়সসীমা

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ০১/১২/২০২৪ অনুযায়ী তাদের বয়স হতে হবে, ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত।

ট্রেনিং-এর মেয়াদ: মোট ১ বছর ট্রেনিং হবে।

How to Apply for IRCON Apprentice Recruitment 2025?

১) প্রথমে এই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.ircon.org তে ঢুকে Career অপশনে ক্লিক করতে হবে।

২) এরপর HR & Career অপশনটি ক্লিক করতে হবে।

৩) তারপর Engagement of Apprentices Under Apprentices Act 1961 অপশনে প্রার্থীকে ক্লিক করতে হবে।

৪) এরপর প্রয়োজনীয় নথিগুলি সঠিক সাইজে আপলোড করতে হবে এবং ভালভাবে পুরোটা প্রিভিউ করে সাবমিট করতে হবে।

৫) আবেদনকারীকে আবেদনপত্রের একটি প্রিন্ট আউট বের করতে হবে এবং সেটিকে নির্দিষ্ট ঠিকানায় পাপাঠিয়ে দিতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা

JGM/HRM, IRCON INTERNATIONAL LIMITED, C-4, District centre, saket, New Delhi -110017

ডকুমেন্ট কি লাগবে?

  • বয়সের প্রমানপত্র (মাধ্যমিকের সার্টিফিকেট)।
  • কাস্ট সার্টিফিকেট।
  • EWS সার্টিফিকেট।
  • আধার ও ভোটার কার্ড।
  • সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র।
  • পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • নিজের স্বাক্ষর।

Important Links

Official WebsiteClick Here
Official NotificationDownload PDF

Ipsita Dey

ইপ্সিতা দে! এই সাইটের কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment