Bank Of Baroda Recruitment 2025: বরোদা ব্যাঙ্কে কর্মী নিয়োগ! বয়সসীমা থাকছে ২১ থেকে ৪৫ বছর।

By Ipsita Dey

Published On:

Follow Us
Bank Of Baroda Recruitment 2025

Bank Of Baroda Recruitment 2025: ব্যাঙ্কে কাজ করার স্বপ্ন প্রায় সবারই। সেই স্বপ্নকেই বাস্তবায়িত করতে Bank Of Baroda নিয়ে এল একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। আপনিও যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে আজই আবেদন করুন।

রাজ্যের মহিলা, পুরুষ প্রার্থী উভয়ই আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে এই চাকরির সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে আলোচনা করা হল।

Important Dates

বিজ্ঞপ্তি প্রকাশিত৩০/১২/২০২৪
আবেদন শুরুইতিমধ্যেই শুরু হয়ে গেছে
আবেদন শেষ ৩১/০১/২০২৫

পদের বিবরন (Bank Of Baroda Recruitment 2025)

নিয়োগকারী সংস্থাব্যাঙ্ক অফ বরোদা – BOB
পদের নামবিজনেস করেসপন্ডেন্ট সুপারভাইজার
মোট শূন্যপদের সংখ্যা ০৫ টি

বেতনসীমা

এই পদে নিযুক্ত কর্মীদের প্রতিমাসে বেতন দেওয়া হবে ১৫,০০০ টাকা। এছাড়া বিশদে জানতে নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালভাবে পড়ে বুঝে নিন।

বয়স কি লাগবে?

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে (BOB Officer Recruitment 2025) আবেদন করবেন ভাবছেন, ০১/০১/২০২৫ অনুযায়ী তাদের বয়স হয়স হতে হবে ২১ বছর থেকে ৪৫ বছরের মধ্যে।

Read More:  হলদিয়া পোর্টে ম্যানেজার পদে কর্মী নিয়োগ! বেতন,বয়সসীমা,যোগ্যতা?

শিক্ষাগত যোগ্যতা

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন, Bank Of Baroda Recruitment 2025 উল্লিখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া তাদের কম্পিউটার বিষয়ে যথেষ্ট দক্ষতা থাকা আবশ্যিক। এছাড়া আরও বিশদে জানতে এই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালভাবে পরে নিজ দায়িত্ত্বে আবেদন সম্পূর্ণ করুন।

নিয়োগ কিভাবে করা হবে?

Bank Of Baroda Recruitment 2025 তে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।

How to Apply For Bank Of Baroda Recruitment 2025?

  • সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তিতে যে আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করতে হবে।
  • হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
  • তারপর সেটিকে এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

আবেদন পাঠানোর ঠিকানা

Bank Of Baroda, Regional Office Bilaspur, T.R.Complex, First Floor, Above Yash Big Bazar, Opposite SBI Bank, Rajkishor Nagar Branch, Lingiyadih Bilaspur (Chhattisgarh), 495006.

Important Documents

  • বয়সের প্রমানপত্র।
  • ঠিকানার প্রমানপত্র।
  • কাস্ট সার্টিফিকেট।
  • শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র।
  • ভোটার কার্ড।
  • আধার কার্ড।
  • নিজের স্বাক্ষর।
  • পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

Important Links

🌐Official WebsiteClick Here
📄Official NotificationDownload PDF

Ipsita Dey

ইপ্সিতা দে! এই সাইটের কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment