Banglar Bari Prakalpa 2025: বাংলায় তৈরি হবে সরকারের বাড়ি এবং এর দ্বারা কর্মসংস্থান হবে প্রচুর বেকার যুবক যুবতীর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে এমনই সিদ্ধান্ত গৃহীত হতে চলেছে।
বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে দরিদ্র উপভোক্তারা যেমন তাদের মাথার উপরের ছাদ পাকা করতে পারবেন, তেমনি বেকার কর্মহীন যুবক যুবতীরা পাবেন সরকারি চাকরি। কীভাবে? তা জানার জন্য অবশ্যই পড়তে হবে সম্পূর্ণ প্রতিবেদনটি।
Banglar Bari Prakalpa 2025
পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ২০২৪ সালের ডিসেম্বর মাস থেকে উদ্যোগ নেওয়া হয় বাংলার বাড়ি প্রকল্পের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের যুব প্রতিনিধি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি অনুসারে, কেন্দ্রিয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বন্ধ করে দেওয়া হয় পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য।
পশ্চিমবঙ্গ রাজ্যের বিপুল পরিমাণে উপভোক্তাদের এর জন্য সমস্যার মুখে পড়তে হয়। যদিও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে স্পষ্ট ভাবে জানানো হয় যে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা খরচের কোনরকম হিসাব দেওয়া হয়নি রাজ্য সরকারের পক্ষ থেকে। এ কারণেই বন্ধ করা হয়েছে কেন্দ্রের টাকা দেওয়া।
যদিও এই বিষয়টি একেবারেই নাকচ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মত অনুসারে, একাধিক বার কেন্দ্রের কাছে হিসাব পাঠানো হলেও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনরকম ইতিবাচক পদক্ষেপ গৃহীত হয়নি।
Read More: নতুন বছরের শুরুতেই কৃষকদের জন্য দারুন সুখবর! মোদী দিচ্ছে বিনামুল্যে পাম্প মেশিন।
যার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার গৃহহীন মানুষদের মাথার উপরের ছাদ পাকা করে দেওয়ার উদ্যোগে ১,২০,০০০/- টাকা দেবেন বলে ঘোষণা করেছেন। ইতি মধ্যেই এই প্রকল্পের সুবিধাভোগীদের ব্যাংক একাউন্টে পৌঁছে গিয়েছে প্রথম কিস্তির ৬০,০০০/- টাকা।
যোগ্য উপভোক্তাদের থাকার জন্য একটি পাকা বাড়ি বানিয়ে দেওয়ার পাশাপাশি রাজার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান দেবে রাজ্য সরকার। এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যের জব কার্ডধারী যুবক-যুবতীদের কর্মসংস্থান হবে।
Banglar Bari Prakalpa 2025 নতুন তথ্য
রাজ্য সরকারের পক্ষ থেকে জব কার্ড ধারীদের বাংলার বাড়ি প্রকল্পের বাড়ি নির্মাণের ক্ষেত্রে সহযোগী হিসেবে নিয়োগ করা হবে। এর ফলে রাজ্যের বেকারত্ব দূরীকরণের পাশাপাশি আবাসন নির্মাণের ক্ষেত্রেও সুবিধা হবে।
সারা রাজ্য জুড়ে কয়েক লক্ষ আবাসন তৈরি হতে চলেছে। প্রতিটি বাড়ি পিছু একজন করে জব কার্ডধারী ব্যক্তিকে নিয়োগ করবে রাজ্য সরকার। যদিও এক্ষেত্রে প্রতিটি পরিবার থেকে একজন যোগ্য মানুষকে বেছে নেওয়া হবে।
এর ফলে নির্দিষ্ট এলাকায় কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং বেকারত্বের দূরীকরণ ঘটবে। বাংলা আবাস যোজনার মাধ্যমে রাজ্য সরকারের এই সিদ্ধান্তে ইতিমধ্যেই খুশি হয়েছেন জব কার্ডধারীরা।
Banglar Bari Prakalpa 2025 | Click Here |