Bhabishyat Credit Card 2025: রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য কর্মসংস্থান! সরকার দিচ্ছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড

By Ipsita Dey

Published On:

Follow Us
Bhabishyat Credit Card 2025

Bhabishyat Credit Card 2025: পশ্চিমবঙ্গ রাজ্যের বেকারত্ব কমানোর উদ্যোগে বরাবরই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে এসেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার উদ্দেশ্যে এবং চাকরিপ্রার্থীদের বেকারত্ব দূরীকরণের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের ক্রেডিট কার্ড প্রকল্প নিয়ে আসা হয়েছে।

এর মধ্যে ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য প্রচলিত রয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প এবং অপরদিকে রাজ্যের বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের উদ্দেশ্যে শুরু হয়েছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প।।

বর্তমানে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পটি পশ্চিমবঙ্গ রাজ্যের যুবক যুবতীদের জীবনের নতুন দিশা এনে দিতে সক্ষম হয়েছে। এই বিষয়ে আপনি যদি এখনো কোনো তথ্য না জেনে থাকেন, তাহলে আজকের প্রতিবেদন থেকে সেই সমস্ত তথ্য জেনে নিন।

Bhabishyat Credit Card 2025

পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার দায়িত্ব রয়েছে রাজ্য সরকারের উপর। সেই কারণে রাজ্যের বেকারত্ব দূরীকরণের লক্ষ্য নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের শুরু করা হয়েছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প।

এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীরা নিজেদের বিভিন্ন ব্যবসা বা প্রজেক্ট শুরু করতে পারবেন। এর জন্য প্রাথমিকভাবে আর্থিক সহায়তা করবে রাজ্য সরকার। এক্ষেত্রে MSME Loan ঋণ পাওয়া অত্যন্ত সহজ সরল হবে।

Read More: বাংলার কৃষকদের জন্য বড় সুখবর! মুখ্যমন্ত্রী দিচ্ছেন ৩৫০ কোটি টাকা অনুদান।

প্রকল্পের সুযোগ সুবিধা

ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ব্যবসায়ে ইচ্ছুক রাজ্যের যুবক-যুবতীদের হাতে ব্যবসা শুরুর ঋণ তুলে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা ঋণ পাওয়ার সুযোগ থাকে উপভোক্তাদের কাছে। যেখানে ইতিমধ্যেই ৮০০ কোটি টাকার ঋণের অনুমোদন দিয়েছে রাজ্য সরকার।

প্রকল্পের সফলতা

২০২৩ সালের এপ্রিল মাসের ১ তারিখে শুরু হয়েছিল এই প্রকল্প। ইতিমধ্যেই এই প্রকল্পে ৪০,০০০ আবেদন জমা পড়েছে রাজ্য সরকারের কাছে। পশ্চিমবঙ্গের বাসিন্দাদের ভবিষ্যৎ ক্রেডিট কার্ড সম্পর্কে আগ্রহই জানিয়ে দিচ্ছে এই প্রকল্পের সফলতার কথা।

আবেদনের যোগ্যতা

  • এই প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই ১৮ বছর থেকে ৫৫ বছরের মধ্যবর্তী হতে হবে।
  • এই প্রকল্পে একমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা এমন যুবক-যুবতীরাই আবেদন জানাতে পারবেন।

আবেদন পদ্ধতি (Bhabishyat Credit Card 2025)

সম্পূর্ণ অনলাইন মাধ্যমে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ইচ্ছুক প্রার্থীকে আবেদন জানাতে হবে। আবেদনকারীর ক্রেডিট স্কোর এর উপর নির্ভর করে ওই আবেদনকারী ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের যোগ্য কিনা, সেটা যাচাই করবে রাজ্য সরকার। রাজ্য সরকারের পক্ষ থেকে অনুমোদন দেওয়া হলে আবেদনকারীর কাছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড পাঠানো হবে।

Bhabishyat Credit Card 2025Click Here

Ipsita Dey

ইপ্সিতা দে! এই সাইটের কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment