Canara Bank Recruitment 2025: ব্যাঙ্কে চাকরি করার স্বপ্ন সবারই থাকে। সেই স্বপ্ন পূরণের আশায় কানাড়া ব্যাঙ্ক নিয়ে এল রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। এই ব্যাঙ্কে স্পেশালিষ্ট অফিসার দপ্তরের একাধিক পদে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
রাজ্যের যেকোনো জেলার পুরুষ ও মহিলা উভয়ই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে বিস্তারিতভাবে জানুন এই নিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য।
Important Dates
আবেদন শুরু | ইতিমধ্যেই শুরু হয়ে গেছে |
আবেদন শেষ | ২৪/০১/২০২৫ |
অনলাইন পরীক্ষা | অতি শিগ্রই জানা যাবে |
পদের বিবরন (Canara Bank Recruitment 2025)
নিয়োগকারী সংস্থা | Kanara Bank |
পদের নাম | স্পেশালিষ্ট অফিসার |
মোট শূন্যপদের সংখ্যা | ৬৫ টি |
দপ্তরের নাম
অ্যাপ্লিকেশন বিকাশকারী, ক্লাউড অ্যাডমিনিস্ট্রেটর, ডেটা বিশ্লেষক, ডেটা ইঞ্জিনিয়ার, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, ডেটা মাইনিং বিশেষজ্ঞ, ডেটা সায়েন্টিস্ট, এথিক্যাল হ্যাকার এবং পেনিট্রেশন টেস্টার, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, সমাধান স্থপতি, SOC বিশ্লেষক, প্ল্যাটফর্ম প্রশাসক, ব্যক্তিগত ক্লাউড এবং ভিএমওয়্যার প্রশাসক, ক্লাউড নিরাপত্তা বিশ্লেষক, অফিসার (আইটি) ডিজিটাল ব্যাংকিং এবং উদীয়মান অর্থপ্রদান, অফিসার (আইটি) ডাটাবেস/পিএল এসকিউএল, অফিসার (আইটি) এপিআই ম্যানেজমেন্ট, নেটওয়ার্ক নিরাপত্তা বিশ্লেষক, জিআরসি বিশ্লেষক, ইটিএল বিশেষজ্ঞ, পেনিট্রেশন টেস্টার।
বেতনসীমা
এই পদে নিযুক্ত কর্মীদের প্রতিমাসে বেতন দেওয়া হবে ১,৮০,০০০/- টাকা থেকে সর্বোচ্চ ২,৭০,০০০ টাকার মধ্যে।
বয়স কি লাগবে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে(Canara Bank Recruitment 2025) আবেদন করবেন ভাবছেন, ০১/০১/২০২৪ অনুযায়ী তাদের বয়স হয়স হতে হবে ১৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।
Read More: ডাটা এন্ট্রি অপারেটর পদে একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। ১৩ হাজার টাকা বেতন।
শিক্ষাগত যোগ্যতা
আগ্রহি প্রার্থীদের যে কোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫০% B.Tech /M.Tech /BCA /MCA /MA ডিগ্রি থাকলে তবেই তারা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। এছাড়া তাদের কম্পিউটার বিষয়ে যথেষ্ট দক্ষতা থাকা আবশ্যিক।
নিয়োগ কিভাবে করা হবে?
এখানে মোট দুটি ধাপে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।
- লিখিত অনলাইন পরীক্ষা।
- ইন্টারভিউ।
How to Apply For Canara Bank Recruitment 2025?
সম্পূর্ণ অনলাইন মাধ্যমে এখানে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রথমে নিচে দেওয়া সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। তারপর সঠিকভাবে আবেদনপত্রটি ফিলাপ করতে হবে। এরপর সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টগুলি নির্দিষ্ট সাইজে আপলোড করে দিতে হবে।
Important Documents
- বয়সের প্রমানপত্র।
- ঠিকানার প্রমানপত্র।
- কাস্ট সার্টিফিকেট।
- শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র।
- ভোটার কার্ড।
- আধার কার্ড।
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
Important Links
🌐Official Website | Click Here |
✍ Apply Link | Apply Now |
📄Offisial Notification | Download PDF |