Civic Volunteer Update 2025: পশ্চিমবঙ্গ রাজ্যের একাধিক আইন রক্ষার কাজে সহায়তা করে থাকেন রাজ্যের সিভিক ভলেন্টিয়াররা। এই পদের ন্যূনতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থেকেই চাকরিপ্রার্থীরা আবেদন করে সরাসরি নিয়োগের সুযোগ পান। সম্প্রতি সিভিক ভলেন্টিয়ার দের জন্য দুর্দান্ত প্রকল্পের ঘোষণা করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ রাজ্যের ভবিষ্যতের চাকরিপ্রার্থী এবং বর্তমান সিভিক ভলেন্টিয়ার দের জন্য আজকের প্রতিবেদনে রাজ্য সরকারের নতুন পদক্ষেপ সম্পর্কিত সমস্ত তথ্যই আলোচনা করা হচ্ছে।
পশ্চিমবঙ্গ রাজ্যের একাধিক প্রশাসনিক ব্যবস্থা এবং আইন রক্ষার কাজে পুলিশের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতা করেন সিভিক ভলেন্টিয়াররা। সাধারণত চুক্তিভিত্তিক পদেই এই নিয়োগটি করে থাকে রাজ্য সরকার। বর্তমানে ১ লক্ষ ৩০ হাজার ব্যক্তি যুক্ত রয়েছেন সিভিক ভলেন্টিয়ার পদে। এই পদে নিযুক্ত কর্মীরা (Civic Volunteer Update 2025) , প্রতি মাসে রাজ্য সরকারের পক্ষ থেকে ১০ হাজার টাকা বেতন পেয়ে থাকেন।
আরও পড়ুন : বাড়তে পারে গ্যাসের ভর্তুকির টাকা! কিভাবে আবেদন করবেন জেনে নিন।
অন্যান্য তথ্য (Civic Volunteer Update 2025)
বর্তমান সমাজে দাঁড়িয়ে অত্যন্ত কম বেতনেই কাজ করতে হয় সিভিক ভলেন্টিয়ারদের। এর পাশাপাশি চুক্তিভিত্তিক পদ হওয়ার কারণে কোন ব্যাংকের পক্ষ থেকেই সিভিক ভলেন্টিয়ারদের প্রয়োজনে ঋণ দেওয়া হয় না। আসলে সিভিক ভলেন্টিয়ার পদে কর্মী নিয়োগের সময় চুক্তিভিত্তিক যে নিয়োগটি করা হয়, সেখানে এই সমস্ত কর্মীরা ব্যাংক থেকে সরাসরি ঋণ নেওয়ার যোগ্য কিনা তার কোন উল্লেখ নেই। এই কারণে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় প্রতিটি সিভিক ভলেন্টিয়ার এর বেতন একাউন্ট থাকলেও কোনোভাবেই এই ব্যাংকের পক্ষ থেকে তাদেরকে ঋণ দেওয়া হতো না।
তবে সিভিক ভলেন্টিয়ারদের এই সমস্যার সমাধান করতে এগিয়ে এসেছে এবারে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে একাধিক ব্যাংককে এই বিষয়ে অনুরোধ করা হয়েছে। এরপর ব্যাংকগুলোর পক্ষ থেকে সমস্ত তথ্য বিচার বিশ্লেষণ করে সিভিক ভলেন্টিয়ারদের ঋণ দেওয়ার বিষয়টি অনুমোদন পেয়েছে। এই বিষয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পাশাপাশি আরও একটি ব্যাংকের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে রাজ্য সরকার।
কত টাকা ঋণ দেওয়া হবে?
নতুন বছর পড়তেই সিভিক ভলেন্টিয়ারদের (Civic Volunteer Update 2025) জন্য এই দুর্দান্ত খবরে সকলেই খুব খুশি হয়েছেন। আসলে এতদিন পর্যন্ত কম বেতনের কারণে সংসার চালানো হিমশিম অবস্থা হতো সিভিক ভলেন্টিয়ারদের। তার উপরে মিলতো না কোন ব্যাংকের লোন। তবে এবার থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত লোনের অবদান মঞ্জুর করা হবে বলে জানানো হয়েছে। যদিও এর জন্য ভালো মানের জমি বা গয়না জাতীয় মূল্যবান জিনিস বন্ধক রাখতে হবে।
Important Links
Civic Volunteer Update 2025 | Click Here |