DM Office Recruitment 2025: DM অফিসে কো-অর্ডিনেটর পদে নিয়োগ, বেতনসীমা ১৬,৫০০ টাকা।

By Ipsita Dey

Published On:

Follow Us
DM Office Recruitment 2025

DM Office Recruitment 2025: পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। DM Office এ District Coordinator পদে একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।

রাজ্যের যে কোন জেলার পুরুষ ও মহিলা প্রার্থীরা অফলাইনের এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, বয়স সীমা, মাসিক বেতন ইত্যাদি বিষয়গুলি আজকের এই প্রতিবেদনটির আলোচ্য বিষয়। অবশ্যই পুরো বিজ্ঞপ্তিটি প্রথম থেকে শেষ অব্দি পড়ে বুঝে তবেই নিজ দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।

Important Dates

বিজ্ঞপ্তি প্রকাশিত০৮/০১/২০২৫
আবেদন শুরুইতিমধ্যেই শুরু হয়ে গেছে
আবেদন শেষ৩১/০১/২০২৫

পদের বিবরন (DM Office Recruitment 2025)

নিয়োগকারী সংস্থাDistrict Magistrate, Kalimpong
পদের নামDistrict Coordinator
মোট শূন্যপদ০১ টি

শিক্ষাগত যোগ্যতা

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন তাদের যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ থাকলেই আবেদন করতে পারবেন। এছাড়া আরও বিশদে জানতে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে ভাল ভাবে পরে বুঝে নিন।

Read More: জেলা পরিষদে কর্মী নিয়োগ! নুন্যতম শিক্ষাগত যোগ্যতায় আবেদন করো।

বয়সসীমা

DM Office Recruitment 2025 প্রকাশিত বিজ্ঞপ্তিতে ২২/০১/২০২৫ তারিখ অনুসারে , প্রার্থীর বয়স ৩২ বছর থেকে সর্বোচ্চ ৬৪ বছরের মধ্যে হতে হবে।

বেতন সীমা

বিজ্ঞপ্তি অনুসারে, নিযুক্ত কর্মীদের প্রতিমাসে ১৬,৫০০ টাকা বেতন দেওয়া হবে। এর পাশাপাশি থাকছে বিভিন্ন সুযোগ-সুবিধাও।

নিয়োগ প্রক্রিয়া

DM Office Recruitment 2025 তে মোট ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

How to Apply for DM Office Recruitment 2025?

  • আগ্রহী প্রার্থীরা সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।
  • প্রথমে, প্রার্থীকে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে যে আবেদনের ফর্মটি (DM Office Recruitment 2025) আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করতে হবে। 
  • এরপরে আবেদনকারীর সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন ফর্মটি পূরণ করতে হবে।
  • সবশেষে, আবেদন ফর্মটি ও প্রয়োজনীয় ডকুমেন্টগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। তবেই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে।

আবেদন পাঠানোর ঠিকানা:

The District Magistrate Kalimpong. Govt. of West Bengal, O/of the District Magistrate, Kalimpong, West Bengal.

Important Documents

  1. মাধ্যমিকের এডমিট ও মার্কশিট।
  2. বয়সের প্রমানপত্র।
  3. অন্যান্য শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র।
  4. কাস্ট সার্টিফিকেট।
  5. পাসপোর্ট/ভোটার আইডি কার্ড/আধার কার্ড/রেশন কার্ড।
  6. পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

Important Links

🌐Official WebsiteClick Here
📄Application FormDownload PDF

Ipsita Dey

ইপ্সিতা দে! এই সাইটের কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment