Duare Sarkar Camp 2025: ২০২৫ সালে দুয়ারে সরকার ক্যাম্প কবে, কোথায় বসবে? কোন কোন প্রকল্পে আবেদন করতে পারবেন?

By Ipsita Dey

Published On:

Follow Us
Duare Sarkar Camp 2025

Duare Sarkar Camp 2025: পশ্চিমবঙ্গের মানুষদের কাছে একাধিক প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার জন্য প্রতিবছরেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে দুয়ারে সরকার প্রকল্প আয়োজন করা হয়। নতুন বছর পড়তেই রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা গ্রাম থেকে গ্রামান্তরে পৌঁছে দেওয়ার জন্য দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হতে চলেছে।

এই বছরে জানুয়ারি মাসের ২৪ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের ১ তারিখ পর্যন্ত এই Duare Sarkar Camp 2025 অনুষ্ঠিত হবে বলে সরকারিভাবে জানানো হয়েছে।

Duare Sarkar Camp 2025-র উদ্দেশ্য

আসলে পশ্চিমবঙ্গ রাজ্যে এখনো অনেক এমন প্রত্যন্ত গ্রাম রয়েছে, যেখানে মানুষেরা অনলাইন মাধ্যমে বিভিন্ন প্রকল্পে আবেদন জানাতে পারেন না। এর পাশাপাশি সরকারি বিভিন্ন প্রকল্পের খোঁজখবরও পৌঁছয় না সেই সমস্ত গ্রামেগঞ্জে। এই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্যের একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের প্রচারের উদ্দেশ্যে দুয়ারে সরকারকে আয়োজিত করতে চলেছেন।

এর ফলে রাজ্যের বিভিন্ন প্রয়োজনই মানুষজন এই প্রকল্পের সুযোগ-সুবিধা পেতে সক্ষম হবেন। এর পাশাপাশি দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের সম্পর্কে জানার সাথে সরাসরি আবেদন জানানোর সুযোগও পেয়ে যান উপভোক্তারা।

Read More: বিনামূল্যে স্মার্টফোন বা ট্যাব কিনতে টাকা দিচ্ছে রাজ্য! আবেদন করো এইভাবে।

ক্যাম্পের মাধ্যমে একাধিক প্রকল্পের সুবিধা

চলতি বছরে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে রাজ্য সরকারের মোট ৩৬ টি প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন উপভোক্তা। এক্ষেত্রে এই প্রকল্প সম্পর্কে বিভিন্ন তথ্য জানার পাশাপাশি সরাসরি আবেদন করার সুযোগ থাকছে রাজ্যবাসীর কাছে। চলতি বছরে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে যে যে প্রকল্পের সুবিধা পেতে চলেছেন তা হল-

খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, শারীরিক অক্ষমতার শংসাপত্র, তফসিলি জাতি ও উপজাতি শংসাপত্র, লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, ঐক্যশ্রী, তপশিলি বন্ধু, মেধাশ্রী, শিক্ষাশ্রী, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ইত্যাদি।

ছুটির দিন (Duare Sarkar Camp 2025)

২০২৫ সালে দুয়ারে সরকার ক্যাম্পের নবম সংস্করণটি হতে চলেছে। তবে ক্যাম্প চলাকালীন বিভিন্ন সরকারি ছুটির দিনগুলিতে এই ক্যাম্প বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। ২০২৫ সালের জানুয়ারি মাসের ২৪ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের ১ তারিখের মধ্যে প্রজাতন্ত্র দিবস হিসাবে ২৬ শে জানুয়ারি দিনটি সম্পূর্ণভাবে বন্ধ থাকবে ক্যাম্পের কার্যকলাপ।

নবান্ন সূত্রে খবর, আরে সরকার ক্যাম্পের মাধ্যমে যে সমস্ত প্রকল্পের আবেদন গুলি গ্রহণ করা হবে, সেগুলির প্রক্রিয়াকরণ ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখের মধ্যেই শুরু করে দিতে হবে। এর ফলে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলির দ্রুত প্রয়োগ সম্পন্ন হবে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী।

Duare Sarkar Camp 2025Click Here

Ipsita Dey

ইপ্সিতা দে! এই সাইটের কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment