IPA Notification 2025 Out: ভারতীয় বন্দর সমিতির পক্ষ থেকে সম্প্রতি একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুখবর। মোট ১৬ টি শুন্যপদে এখানে আবেদন গ্রহন চলছে।
রাজ্যের যেকোন জেলা তথা ভারতের যেকোন নাগরিক এখানে আবেদন জানাতে পারবে। কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে? শিক্ষাগত যোগ্যতা, মাসিক মাইনে, আবেদন প্রক্রিয়া, বয়সসীমা কি রয়েছে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করছি আজকের এই প্রতিবেদনে।
Important Dates
অনলাইন রেজিস্ট্রেশন এবং ফি পেমেন্ট শুরুর তারিখ | ১০ জানুয়ারী ২০২৫ |
অনলাইন রেজিস্ট্রেশন এবং ফি প্রদানের শেষ তারিখ | ৩১ শে জানুয়ারী ২০২৫ |
পদের নাম
- (Assistant Traffic Manager) সহকারী ট্রাফিক ম্যানেজার Gr-I,
- (Assistant Secretary) সহকারী সচিব Gr-I,
- (Assistant Personnel Officer) সহকারী পার্সোনেল অফিসার Gr-I
Major Port & Vacancies
Major Port | Vacancies |
Cochin Port Authority | 01 |
Deendayal Port Authority | 01 |
Chennai Port Authority | 01 |
New Mangalore Port Authority | 01 |
VO Chidambaranar Port Authority | 01 |
Cochin Port Authority | 02 |
Deendayal Port Authority | 01 |
Paradip Port Authority | 01 |
Chennai Port Authority | 01 |
Mumbai Port Authority | 04 |
Visakhapatnam Port Authority | 01 |
Chennai Port Authority | 01 |
Total Vacancy | 16 |
শিক্ষাগত যোগ্যতা (IPA Notification 2025 Out)
উপরের তিনটি পদের ক্ষেত্রেই আবশ্যিক শিক্ষাগত যোগ্যতা একই থাকা চাই। যা হল- যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন ডিগ্রী পাস হতে হবে। প্রত্যেকটি পদের ক্ষেত্রে পছন্দসই অভিজ্ঞতা আলাদা আলদা রয়েছে। সংস্থার অফিশীয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে বিস্তারিত পড়ে নেবেন।
Read More: রেলে ৩২,০০০ ‘গ্রুপ ডি’ নিয়োগ! এবারে মাধ্যমিক পাশে আবেদন।
বয়সসীমা
প্রার্থীদের সর্বচ্চ বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়মানুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা (SC/ST/OBC/PwBD) বয়সের উর্ধসীমায় ছাড়া পাবেন। যেমন-
বয়সের ছাড়
- SC/ST: ০৫ বছর
- OBC (Non-creamy layer): ০৩ বছর
- PwBD: ১০ বছর (১৫ বছর for SC/ST and ১৩ বছর for OBC)
নিয়োগ প্রক্রিয়া
এখানে (IPA Notification 2025 Out) দুটি পদ্ধতির মাধ্যমে যোগ্য ও সঠিক প্রার্থীদের বাছাই করা হবে। প্রথমে, অনলাইনে টেস্ট নেওয়া হবে। যারা পাস করবে তাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। সবশেষে, অরিজিনাল ডকুমেন্ট ভেরফিকেশন করা হবে।
ডকুমেন্ট কি লাগবে-
- পরীক্ষার জন্য কল লেটার/প্রবেশপত্র।
- বৈধ ফটো আইডি (যেমন, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট)।
- আপনার শিক্ষাগত সার্টিফিকেট মূল কপি, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), এবং অভিজ্ঞতার সার্টিফিকেট।
How to Apply for IPA Notification 2025 Out?
সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে, সংস্থার অফিশিয়াল পোর্টালে (https://www.ipa.nic.in/) গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে, আবেদনকারীর সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে এবং ডকুমেন্ট আপলোড করে ফর্ম ফিলাপ কমপ্লিট করতে হবে।
আবেদন ফি
অসংরক্ষিত (UR) | ৪০০/- টাকা |
ওবিসি/EWS | ৩০০/- টাকা |
এসসি/এসটি/মহিলা | ২০০/- টাকা |
প্রাক্তন সৈনিক/Pwd | কোনো ফি নেই |
Important Links
অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক | Click Here |
অফিসিয়াল বিজ্ঞপ্তি লিঙ্ক | Download Pdf |