Lakkhir Vandar 2025: পশ্চিমবঙ্গ রাজ্যের অন্যতম জনপ্রিয় এবং সমালোচিত প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। ২০২১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের মা ও বোনেদের জন্য শুরু করা হয় এই দুর্দান্ত প্রকল্প। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাংলার মা-বোনেদের অধিকার বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সম্প্রতি এই প্রকল্পের বেশ কিছু নিয়ম জানানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এই সমস্ত বিশেষ নিয়ম এবং নির্দেশাবলী না মানলে আগামী মাস থেকে বন্ধ হয়ে যাবে প্রকল্পের টাকা ঢোকা। এই সম্পর্কে বিশদে জানতে অবশ্যই পড়ুন আজকের প্রতিবেদন।
Lakkhir Vandar 2025
২০২১ সালে বাংলার নারীদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে শুরু করা হয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। প্রকল্পের সূচনাকালে সাধারণ মহিলাদের প্রতি মাসে ৫০০ টাকা এবং তপশিলি জাতি, উপজাতি এবং আদিবাসী মহিলাদের প্রতি মাসে ১০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হতো।
এই নিয়ম পরিবর্তন করা হয় ২০২৪ সালে। যেখানে বর্তমানে সাধারণ মহিলারা প্রতিমাসে ১০০০ টাকা এবং তপশিলি জাতি উপজাতি এবং আদিবাসী মহিলারা প্রতিমাসে ১২০০ টাকা আর্থিক সহায়তা পান রাজ্য সরকারের পক্ষ থেকে।
Read More: রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য কর্মসংস্থান! সরকার দিচ্ছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড
Lakkhir Vandar 2025 প্রকল্পে আবেদনের নিয়মাবলী
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে অন্যতম সফল প্রকল্প লক্ষ্মীর ভান্ডার। তবে বর্তমানে এই প্রকল্পের বিভিন্ন দুর্নীতির এড়াতে কড়া পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
- এবার থেকে এই প্রকল্পের শুধুমাত্র বেরোজগার মহিলা প্রার্থীরাই আবেদন জানাতে পারবেন।
- এর পাশাপাশি ২৫ বছর থেকে ৬০ বছরের মধ্যবর্তী মহিলাদের জন্য চালু থাকবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এক্ষেত্রে কোনো রকম দুর্নীতি হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে।
- লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদনের জন্য ব্যবহৃত ব্যাংক একাউন্টটি একেবারে আবেদনকারীর নিজস্ব হতে হবে। যৌথ ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করলে এক্ষেত্রে টাকা দেওয়া হবে না সরকারের পক্ষ থেকে।
- নিজেদের ব্যাংক একাউন্টে KYC বা আধার লিংক করা না থাকলে সেই উপভোক্তা কেউ বাতিল করা হবে এই প্রকল্প থেকে।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সফলতা
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে মাসিক এই রোজগারে রাজ্যের মহিলাদের অনেকেই নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছেন। সরকারি খবর অনুসারে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ব্যবহার করে ইতিমধ্যেই বহু মহিলা নিজেদের ছোটখাটো ব্যবসা তৈরি করতে সক্ষম হয়েছেন।
এছাড়াও বহু মহিলা প্রতিমাসে এই টাকাটি সঞ্চয় করে নিজেদের সঞ্চিত অর্থবৃদ্ধি করতে সক্ষম হন। সবমিলিয়ে রাজ্যের মহিলাদের বিপুল পরিমাণ অংশ এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন।
Lakkhir Vandar 2025 | Click Here |