Nurse Recruitment 2025: জেলার স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ। প্রতিমাসে ২৫ হাজার টাকা বেতন।

By Ipsita Dey

Published On:

Follow Us
Nurse Recruitment 2025

Nurse Recruitment 2025: ” জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ইশ্বর “। নার্সের কাজটিও মূলত একটি সেবামূলক কাজ। সম্প্রতি রাজ্য স্বাস্থ্য দপ্তর নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে কর্মীদের নিয়োগ করা হবে।

রাজ্যের যেকোনো জেলার পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। তাই যে সকল প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য আজকেই এই প্রতিবেদনে দেখে নিন এই চাকরির শূন্যপদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতনসীমা, আবেদন পদ্ধতি, আবেদন তারিখ ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত।

Important Dates

বিজ্ঞপ্তি প্রকাশিত০৩/০১/২০২৫
ইন্টারভিউয়ের তারিখ১০/০১/২০২৫

পদের বিবরন (Nurse Recruitment 2025)

নিয়োগকারী সংস্থাBurdwan Medical College, Purba Bardhaman, 71310
পদের নামInfection Control Nurse
দপ্তরের নামMicrobiology
মোট শূন্যপদের সংখ্যা০১ টি

বেতনসীমা

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, এই পদে যোগ্য প্রার্থীরা প্রতিমাসে বেতন পাবেন ২৫,০০০/- টাকা।

বয়স কি লাগবে?

যে সকল প্রার্থীরা এই পদে আবেদন করতে চান,০৩/০১/২০২৫ তারিখ অনুযায়ী তাদের বয়স হতে হবে ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।

Read More: ইরকন কোম্পানিতে বিনামূল্যে প্রশিক্ষন! প্রতিমাসে ১০ হাজার স্টাইপেন্ড।

শিক্ষাগত যোগ্যতা

আগ্রহী প্রার্থীদের এই পদে (Nurse Recruitment 2025) আবেদন করার জন্য কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে B.Sc নার্সিং পাশ করলেই তারা আবেদন করতে পারবেন।

তবে যে সকল প্রার্থীর কাজের অভিজ্ঞতা আছে তারা আগে সুযোগ পাবেন। এছাড়া বিশদে জানতে নিম্নে দেওয়া সংস্থার অফিসিয়াল নোটিফিকেশনটি ভাল ভাবে পড়ে বুঝে নিন।

Selection Process (Nurse Recruitment 2025)

ইচ্ছুক প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

ইন্টারভিউ কোথায় নেওয়া হবে?

পূর্ব বর্ধমানের, বর্ধমান মেডিকেল কলেজে ১০ ই জানুয়ারি দুপুর ১১ টা থেকে ২ টোর মধ্যে।

Important Documents

  • শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র।
  • কম্পিউটার কোয়ালিফিকেশন সার্টিফিকেট।
  • ওয়ার্কিং এক্সপেরিয়েন্সের সার্টিফিকেট।
  • ইনফেকশন এন্ড কন্ট্রোল ট্রেনিংয়ের সার্টিফিকেট।
  • ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট। 
  • আবেদনকারীর নো অবজেকশন সার্টিফিকেট।
  • এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট/ বার্থ সার্টিফিকেট 
  • আইডি প্রুফ হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড অথবা পাসপোর্ট।
  • পাসপোর্ট সাইজের ছবি।

Important Links

🌐Official WebsiteClick Here
📄Offisial NotificationDownload PDF

Ipsita Dey

ইপ্সিতা দে! এই সাইটের কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment