PM Kisan Fasal Bima Yojana 2025: রাজ্যের প্রত্যেক কৃষককে ক্ষতিপূরণ দিচ্ছে মোদী! আবেদন করুন PM ফসল বীমা স্কীমে।

By Ipsita Dey

Published On:

Follow Us
PM Kisan Fasal Bima Yojana 2025

PM Kisan Fasal Bima Yojana 2025: রাজ্যের কৃষকদের জন্য দুর্দান্ত খবর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের অবস্থার উন্নতির জন্য একাধিক প্রকল্প চালু রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যে।

এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কৃষক শস্য বীমা যোজনা নিয়ে নতুন পদক্ষেপ গৃহীত হলো। রাজ্যের কৃষকদের একাধিকভাবে সাহায্য করার পরিকল্পনা গৃহীত হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।

PM Kisan Fasal Bima Yojana 2025

পশ্চিমবঙ্গ রাজ্যে একাধিক কৃষক রাজ্য বাসের অন্ন সংস্থান করে থাকলেও, একাধিক ঝড়-ঝঞ্ঝা বা প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে হয়। গত বছরে এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের কারণে রাজ্যের কয়েক লক্ষ কৃষক এর আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন সমীক্ষার বিশ্লেষণ করে সেই সমস্ত কৃষকদের রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানানো হয়েছে।

Read More: ২০২৫ সালে দুয়ারে সরকার ক্যাম্প কবে, কোথায় বসবে? কোন কোন প্রকল্পে আবেদন করতে পারবেন?

পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী শোভনদেব চ্যাটার্জী এই বিষয়ে রাজ্য সরকারের সিদ্ধান্ত সরাসরি পৌঁছে দিয়েছেন রাজ্যের কৃষকদের কাছে। যেখানে কৃষকদের জানুয়ারি মাসের শেষের দিকেই ফসল বীমা যোজনায় (PM Kisan Fasal Bima Yojana 2025) অন্তর্ভুক্ত করা হবে।

এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের যেকোনো রকমের প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতি হলে, সেই কৃষককে যথাযথ পরিমাণে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। এর ফলে দরিদ্র কৃষকদের জীবনধারণে সমস্যা হবে না।

PM Kisan Fasal Bima Yojana 2025 গুরুত্বপূর্ণ তথ্য

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্যের মোট ২১ লক্ষ কৃষক এই প্রকল্পে নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছেন। যদিও চলতি ফসল মরশুমে আরও বেশি কৃষকদের এই প্রকল্পের আওতায় আনার প্রচেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকারের পক্ষ থেকে ২০২৫ সালের জানুয়ারি মাসের ৩১ তারিখের মধ্যেই অধিকতর কৃষককে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে বলে জানা যাচ্ছে।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই কৃষকদের কষ্ট করে ফলানো শস্য বীমার জন্য ৩৫০ কোটি টাকা প্রিমিয়াম দেওয়া হয়েছে। সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ের একটি বৈঠকের মাধ্যমে অপ্রত্যাশিত আবহাওয়ার কারণে কৃষকদের ক্ষতির পরিমাণ রাজ্য সরকার নিজের কাঁধে তুলে নিয়েছে।

ক্ষতিগ্রস্ত ফসলের প্রিমিয়াম প্রদানের মাধ্যমে কৃষকদের জীবনযাত্রায় কিছুটা হলেও স্বস্তি মিলেছে বলে জানা যাচ্ছে। পরবর্তী সময়ে এই প্রকল্পের আওতায় আরো বেশি কৃষক একত্রিত হলে সকলের সমস্যার সমাধান হবে বলেও আশা করছে রাজ্য সরকার।

PM Kisan Fasal Bima Yojana 2025Click Here

Ipsita Dey

ইপ্সিতা দে! এই সাইটের কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment