Railway Group D Recruitment 2025: রেলের গ্রুপ ডি নিয়োগ হবে কতগুলো শূন্যপদে? কী জানাচ্ছে ভারতীয় রেল দপ্তর? ইতিমধ্যেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা প্রকাশিত হয়েছে গ্রুপ ডি নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি।
তারপর থেকেই কতগুলো শূন্য পদে এই নিয়োগটি হতে চলেছে, সেই নিয়ে শুরু হয়েছে বিস্তর জল্পনা। অনেকেই বলছেন, ৩২,০০০ শূন্য পদে এই নিয়োগটি হতে চলেছে। আবারো অনেক সুত্রের দাবি, এখানে মোট শূন্যপদ রয়েছে ৫৮,০০০ টি। তাহলে কোনটা সত্যি? জানার জন্য অবশ্যই পড়ে নিতে হবে আজকের প্রতিবেদনটি।
২০২৫ সালের জানুয়ারি মাসেই বিপুল সংখ্যক শূন্য পদে ভারতীয় রেলের পক্ষ থেকে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। এখানে ন্যূনতম মাধ্যমিক পাশে গ্রুপ ডি এর বিভিন্ন পদে আবেদন জানাতে পারবেন চাকরি প্রার্থীরা। তবে কতগুলো শূন্য পদে এই নিয়োগটি হতে চলেছে, সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করেনি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড।
Railway Group D Recruitment 2025
ন্যূনতম ১৮ থেকে ৩৬ বছর বয়সী চাকরিপ্রার্থীরা রেলওয়ে গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে পারেন। এক্ষেত্রে যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে থাকলেই আবেদন জানানো যাবে বিভিন্ন পদের জন্য।
রেলওয়ের এই (Railway Group D Recruitment 2025) নিয়োগের ক্ষেত্রে ITI বা অ্যাপ্রেন্টিস যোগ্যতার চাকরিপ্রার্থীরাও আবেদন জানাতে পারেন। রেলওয়ে গ্রুপ ডি পদে কর্মী হিসেবে নিযুক্ত হলে প্রতি মাসে ১৮,০০০ টাকা মূল বেতনের পাশাপাশি বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পেয়ে থাকেন কর্মীরা। এই পদে চাকরিপ্রার্থীরা সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
Read More: DM অফিসে কো-অর্ডিনেটর পদে নিয়োগ, বেতনসীমা ১৬,৫০০ টাকা।
এর জন্য অবশ্যই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় নথিপত্রের সঙ্গে আবেদন পত্রটি পূরণ করে জমা দিতে হবে। ২০২৫ সালের আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন হিসাবে ২২/০২/২০২৫ তারিখটি নির্বাচন করা হয়েছে।
Total Vacancy of Railway Group D Recruitment 2025
আসলে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর পক্ষ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর থেকেই এই নিয়োগ সম্পর্কে বিস্তার জল্পনা শুরু হয়েছে। বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী, রেলওয়ের গ্রুপ ডি নিয়োগের জন্য ৩২,৪৩৮ টি শূন্য পদ ইতিমধ্যেই রয়েছে।
তবে এই নিয়োগ প্রক্রিয়া শেষ হতে হতে এই ক্ষেত্রে বেশ কিছু শূন্যপদ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত জানা খবর অনুযায়ী, ২০২৫ সালের রেলওয়ে গ্রুপ ডি পদে নিয়োগের জন্য ৫৮,০০০ ভ্যাকেন্সি তৈরি হয়নি।