WB Bank Job Vacancy 2025: মাধ্যমিক পাশ যোগ্যতায় ব্যাঙ্কে প্রচুর কর্মী নিয়োগ। ইতিমধ্যেই আবেদন শুরু হয়ে গেছে।

By Ipsita Dey

Published On:

Follow Us
WB Bank Job Vacancy 2025

WB Bank Job Vacancy 2025: ২০২৫ সালের শুরুতেই একের পর এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। তমলুক ঘাটাল কো-অপারেটিভ ব্যাঙ্কের পক্ষ থেকে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। ইতিমধ্যেই আবেদন শুরু হয়ে গেছে।

রাজ্যের যেকোনো জেলার পুরুষ ও মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন। আজকের প্রতিবেদন থেকে পদের নাম, আবেদনের যোগ্যতা, বয়স সীমা, মাসিক বেতন, আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় নথিপত্র, নিয়োগ পদ্ধতি এবং আবেদন মূল্য সংক্রান্ত সমস্ত তথ্য গুলি জানতে পারবেন।

Important Dates

বিজ্ঞপ্তি প্রকাশিত৩০/১২/২০২৪
আবেদন শুরুইতিমধ্যেই শুরু হয়ে গেছে
আবেদন শেষ২১/০১/২০২৫

পদের বিবরন (WB Bank Job Vacancy 2025)

নিয়োগকারী সংস্থাতমলুক ঘাটাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড
পদের নামSub Staff (সাব স্টাফ)
মোট শূন্যপদ৪১ টি

শিক্ষাগত যোগ্যতা

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে নুন্যতম মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন।

Read More: স্পেশালিষ্ট অফিসার পদে একাধিক কর্মী নিয়োগ। এখনই অনলাইনে আবেদন করুন।

বয়সসীমা

WB Bank Job Vacancy 2025 প্রকাশিত বিজ্ঞপ্তিতে, প্রার্থীর বয়স ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।

বেতন সীমা

বিজ্ঞপ্তি অনুসারে, নিযুক্ত কর্মীরা ন্যূনতম ১৮,৬০০ টাকা থেকে সর্বোচ্চ ৩৬,০০০ টাকা পর্যন্ত মাসিক বেতন পাবেন। এর সাথে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধাও থাকবে।

নিয়োগ প্রক্রিয়া

এখানে দুটি ধাপে ইচ্ছুক প্রার্থীদের নিয়োগ করা হবে।

  • লিখিত পরীক্ষা
  • ইন্টারভিউ

How to Apply for WB Bank Job Vacancy 2025?

  • আগ্রহী প্রার্থীরা সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।
  • প্রথমে, প্রার্থীকে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে যে আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করতে হবে। 
  • এরপরে, সেটিকে আবেদনকারীর সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। তবেই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে।

আবেদন পাঠানোর ঠিকানা:

The Chief Executive Officer, Tamluk Ghatal Central Co-operative Bank Ltd., P.O & P.S. Tamluk , Dist. Purba Medinipur, West Bengal , Pin-721636

আবেদন ফি

UR২৫০/- টাকা
SC/ST/OBC/মহিলা১৫০/- টাকা

Important Documents

  1. মাধ্যমিকের এডমিট ও মার্কশিট।
  2. বয়সের প্রমানপত্র।
  3. অন্যান্য শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র।
  4. কাস্ট সার্টিফিকেট।
  5. পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

Important Links

🌐Official WebsiteClick Here
📄Application FormDownload PDF

Ipsita Dey

ইপ্সিতা দে! এই সাইটের কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment