WB Govt Yuvashree Prakalpa 2025: যুবশ্রী প্রকল্পঃ প্রতি মাসে যুবক – যুবতিগণের আকাউন্টে ধুকবে ১৫০০ টাকা!!! কিভাবে আবেদন করবে দেখ।

By Soma Mukherjee

Updated On:

Follow Us
WB Govt Yuvashree Prakalpa 2025

WB Govt Yuvashree Prakalpa 2025: যুবশ্রী ভাতা প্রকল্প হচ্ছে .ওয়েস্ট বেঙ্গল সরকারের একটা গুরুত্বপূর্ণ সাহায্যকারী. প্রকল্প। এই প্রকল্পটি বেকারত্বের ভার লাঘব করার জন্য একটি অত্যন্ত কার্যকারী ভূমিকা পালন করে। এটি আগে যুবউৎসাহ প্রকল্প নামে পরিচিত ছিল। প্রকল্পটি ২০১৩ সালে প্রথম চালু হয়ে ছিল। এই

এখানে যুবক ও যুবতিগণ প্রতি মাসে ১৫০০ টাকা করে সাহায্য পায়। প্রতি ঘরে একজনই এই ভাতা পাবে।  বর্তমানে ঘরে ঘরে এই ভাতা পেয়ে উপকৃত হচ্ছে। তবে মানুষ এর খুব অপব্যবহারও করছে। তাই এখন সরকার এই বিষয়ে খুব কড়াকড়ি ব্যবস্থা নিয়েছে। যে সব ঘরে একাধিক মানুষ এই সুবিধা ভোগ করছে তাদেরকে সরকার মেসেজ পাঠাচ্ছে এবং প্রকল্পটি তাদের জন্য বাতিল করে দিচ্ছে।

যুবশ্রী ভাতা প্রকল্প পাওয়ার জন্য কি কি যোগ্যতা লাগে, কত বয়স পর্যন্ত এখানে আপনি আবেদন করতে পারবেন, কোথায় আবেদন করতে হবে, কোন কোন ডকুমেন্ট দরকার হয়, কোথায় আবেদন করতে হবে আজ এখানে আমি আপনাদের কাছে এই সমস্ত কিছু  শেয়ার করবো।

কারা আবেদন করতেপারবে (WB Govt Yuvashree Prakalpa 2025)ঃ

আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ হতে হবে আর সর্বোচ্চ বয়স ৪৫ বছর পর্যন্ত ছার পাওয়া যাবে।

Read More কলকাতা জব ফেয়ার ২০২৫ আবেদন শুরু! উচ্চমাধ্যমিক পাশে চাকরির মেলা।

নূন্যতম শিখ্যাগত যোগ্যতাঃ

যে বা যারা এই প্রকল্পটির জন্য আবেদন করবে তাদেরকে উচ্চমাধ্যমিক বা সমতুল্য মানের হতে হবে।

আবেদনকারীকে রাজ্যসরকারের শ্রম বিভাগে নাম নথিভুক্ত থাকতে হবে।

শ্রমবিভাগে নিবন্ধীকরণ অর্থাৎ রেজিস্ট্রেশন নম্বর থাকতে হবে।

আবেদনকারীর আর্থিক বিচার বিবেচনা করে দেখে স্থির হয়।

প্রকল্পটির উদ্দেশ্যঃ

তরুন প্রজন্মর দক্ষ্যতা বাড়ানোতে সাহায্য করা।

বেকারত্যের হার কমাতে সাহায্য করে।

তরুনদের সর্বদা কাজে উৎসাহ দিতে অনুপ্রাণিত করে।

এতে যুবক ও যুবতিগণের অনেক সাহায্য হয়। তারা লেখাপড়া করে তারা খুব উপকৃত হয়। এই টাকায় তারা বই কিনতে পারে।

এই প্রকল্পের সাহায্যে যুবক এবং যুবতিরা কেউ পড়াশোনা করে, কেউ টিউশ্ন নেয়, কেউ কম্পিউটার শেখে, কেউ আইটি তে  পড়াশোনা করে।

চাকরি খুজতে গেলে যে কমপক্ষে যে টাকার প্রয়োজন, যাতায়াত খরচা, টিফিন খরচা ইত্যাদি সে এখান থেকে মিটিয়ে নিতে পারে।

How to apply for WB Govt Yuvashree Prakalpa 2025

সম্পূর্ণ অনলাইন এর মাধ্যমে ঘরে বসে ফর্ম ফিলাপ করে প্রকল্পটিতে আবেদন করা যায়।

সমস্ত ডকুমেন্ট ফর্মের সঙ্গে যুক্ত করে সাবমিট করতে হয়।

প্রয়োজনীয় ডকুমেন্ট কি কি লাগবে (WB Govt Yuvashree Prakalpa 2025)

১) পরিচয় পত্র (আধার কার্ড বা ভোটার কার্ড)

২) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট

৩) বেকারত্বের রেজিস্ট্রেশন নাম্বার

আবেদনের পক্রিয়াঃ

অনলাইন ফর্ম ফিলাপ করে জমা দিতে হয়।

সমস্ত ডকুমেন্ট ফর্মের সঙ্গে যুক্ত করে জমা দিতে হয়।

বিশেষ সুবিধাঃ

এই প্রকল্পের ওধীনের থাকাকালীন জবমূখী যে সব স্কিলগুলি চালু হয় সেগুলি তে যোগ দিতে সুবিধা হয়।

Important Links:

Official NoticeDownload
WebsiteClick Here

Soma Mukherjee

সোমা মুখার্জী! bengalschemes24.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কমার্স নিয়ে স্নাতক।

Leave a Comment