WB Krishak Bondhu Scheme 2025: কৃষকবন্ধুর টাকা ঢুকবে নতুন কিস্তিতে! কিভাবে আবেদন করবেন দেখে নিন।

By Ipsita Dey

Published On:

Follow Us
WB Krishak Bondhu Scheme 2025

WB Krishak Bondhu Scheme 2025: পশ্চিমবঙ্গ রাজ্যের দরিদ্র কৃষকদের জন্য বরাবরই একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যসহ সমগ্র দেশের কৃষকদের জন্য একাধিক প্রকল্প চালু রেখেছে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে সমস্ত রাজ্য সরকার গুলি। তবে সম্প্রতি প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর জেলার অধিকাংশ কৃষকের ফসলের জমি নষ্ট হয়ে গিয়েছে।

এই কারণে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই সমস্ত কৃষকদের শস্য বীমার টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছিল। ডানা ঘূর্ণিঝড় এবং প্রবল বৃষ্টির কারণে বিঘার পর বিঘা জমি নষ্ট হয়ে গিয়ে কৃষকদের বিপুল পরিমাণে ক্ষতির সম্মুখীন হতে হয়।

তবে এই সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই রাজ্যের কৃষকদের জন্য শস্য বীমার টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে।

রাজ্য সরকার দ্বারা প্রকাশিত তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে সমগ্র পশ্চিমবঙ্গের প্রায় ২ লক্ষ ২৮ হাজার চাষি এবারে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এইসব কৃষকদের শস্য বীমা বাবদ মোট ৭৫ কোটি ৫৩ লক্ষ টাকা দেওয়া হচ্ছে। তবে চলতি বছরে প্রাকৃতিক দুর্যোগের কারণে বিপুল পরিমাণে চাষীদের ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।

Read More: বাংলার বাড়ি প্রকল্পের টাকা নতুন কিস্তিতে ঢুকবে! আবেদন পদ্ধতি দেখে নিন।

অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য (WB Krishak Bondhu Scheme 2025)

প্রকাশিত নথি অনুযায়ী, এই বছরে মোট ৭ লক্ষ ৭৮ হাজার ২৩৮টি আবেদনপত্র জমা পড়েছিল শস্য বীমার জন্য। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই বীমা প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকেরা অত্যন্ত পরিমাণে লাভবান হয়েছেন বলে জানা যাচ্ছে।

কৃষকদের বরাবরই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে মোকাবিলা করতে হয়। পূর্বে এই সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য কোন ধরনের প্রকল্প বা আর্থিক সহায়তার ব্যবস্থা ছিল না। গোটা বছরের সমস্ত কষ্টের পরেও লাভবান হতে পারতেন না রাজ্যের কৃষকেরা।

এই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কৃষক বন্ধু প্রকল্পের অন্তর্গত শস্য বীমা যোজনাটি (WB Krishak Bondhu Scheme 2025) নিয়ে আসা হয়েছে। যার ফলে রাজ্যের কৃষকদের মুখে হাসি ফিরে এসেছে।

এর পাশাপাশি কৃষি দপ্তর থেকে ধান চাষের পাশাপাশি অন্যান্য ফসল চাষের দিকেও আগ্রহী করে তোলা হচ্ছে রাজ্যের কৃষকদের। বিভিন্ন শস্যফলনের জন্য সরকারি সুযোগ-সুবিধার কারণে আলু, শাকসবজি ইত্যাদি চাষে আগ্রহী হয়ে উঠেছেন রাজ্যের কৃষকেরা। তাছাড়াও জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকার চাষীদেরকেও একাধিক ভাবে অনুপ্রাণিত করছে রাজ্য সরকারের কৃষি দপ্তর।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলায় জেলায় কৃষকদের অবস্থার উন্নতি সাধনে একাধিক ব্যবস্থা গৃহীত হচ্ছে। কৃষকদের জন্য একাধিক প্রকল্পের মাধ্যমে বিপুল পরিমাণে ক্ষতির পরে কৃষকদের জীবনে আশার আলো জাগিয়ে তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

WB Krishak Bondhu Scheme 2025Click Here

Ipsita Dey

ইপ্সিতা দে! এই সাইটের কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment