WB Mobile App Scheme 2025: পশ্চিমবঙ্গ রাজ্যে পানীয় জলের সমস্যা দূরীকরণের উদ্দেশ্যে নতুন মোবাইল অ্যাপ লঞ্চ করা হলো রাজ্য সরকারের পক্ষ থেকে। রাজ্যের বিভিন্ন সুবিধা ও অসুবিধার দিকে বরাবরই যথেষ্ট পরিমাণে খেয়াল রেখে এসেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের মানুষদের জন্য একাধিক প্রকল্পের সুযোগ করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি বর্তমানে রাজ্য সরকারের বিভিন্ন কাজ থেকে দুর্নীতি সরানোর বন্দোবস্ত নিচ্ছে রাজ্য সরকার।
WB Mobile App Scheme 2025
বর্তমানে পঞ্চায়েত বিভাগের কাজ সহজ সরল করে তোলার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মোবাইল অ্যাপ লঞ্চ করা হয়েছিল। এর কিছুদিনের মধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্যের জল সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করার উদ্দেশ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে আরো একটি মোবাইল অ্যাপ (WB Mobile App Scheme 2025) লঞ্চ করা হয়েছে। এখানে আঞ্চলিকভাবে কোনরকম জল সরবরাহে সমস্যা দেখা দিলে, উপভোক্তারা সরাসরি অনলাইন মাধ্যমে অভিযোগ জানিয়ে ফেলতে পারবেন।
Read More: বাংলা আবাস যোজনায় নতুন আবেদন ফর্ম! পাকা ঘরের জন্য ১লক্ষ ২০ হাজার টাকা।
জলের সমস্যা দূরীকরণে নতুন মোবাইল অ্যাপ
জল ছাড়া সারা দিনের কাজ একেবারেই অসম্পূর্ণ হয়ে যায়। এই কারণে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে জলের বিভিন্ন সমস্যার সমাধান করার উদ্দেশ্যে নতুন মোবাইল অ্যাপ লঞ্চ করা হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় জল সরবরাহ এবং জলের লাইন সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে সমস্যার সম্মুখীন হতে হয়েছে রাজ্যবাসীকে।
এমনকি অভিযোগ জানানোর পরেও বিভিন্ন ভাবে হেনস্থা হতে হয়েছে রাজ্যবাসীকে। এর পাশাপাশি অভিযোগের পরেও সমস্যার সমাধান হয়নি বলেও জানা গিয়েছে। এই সমস্ত প্রতিকূলতা দূর করতেই এবার নতুন মোবাইল অ্যাপ লঞ্চ করা হয়েছে।
এই অ্যাপের মাধ্যমে বাড়িতে বসেই অত্যন্ত সহজ পদ্ধতি মেনে অভিযোগ জানানো যাবে। অভিযোগটি দায়ের করার পর আধিকারিক বিভাগের দ্বারা এর তদন্ত করা হবে। এরপর সরকারের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ গৃহীত হবে বলে জানা যাচ্ছে।
অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য
করিমপুর ১ ব্লক বা সজল ব্লকে এই অ্যাপটির প্রথম ট্রায়াল দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। ট্রায়ালের সময়ে একটি সঠিকভাবে কাজ করলে সমগ্র পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দাদের জন্য এই অ্যাপটি চালু করে দেওয়া হবে।
বর্তমানে এখনো পর্যন্ত এই অ্যাপের (WB Mobile App Scheme 2025) নাম ঘোষণা করা হয়নি। তবে এই অ্যাপের মাধ্যমে এলাকাবাসী সম্পূর্ণ বিনামূল্যে নিজেদের অভিযোগ গুলি সরকারের কাছে জানাতে পারবেন। এর জন্য প্রথমে আবেদনকারীর নাম, আধার নম্বর এবং এলাকার ডিটেলস যাচাই করে নেওয়া হবে। এরপরে একটি রেজিস্ট্রেশন নম্বর এর মাধ্যমে অভিযোগ গ্রহণ করা হবে।
WB Mobile App Scheme 2025 | Click Here |