WBPSC Recruitment 2025: মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ করছে পি.এস.সি। এখনি অনলাইনে আবেদন করুন।

By Ipsita Dey

Published On:

Follow Us
WBPSC Recruitment 2025

WBPSC Recruitment 2025: PSC র পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত বেকার চাকরি প্রার্থীদের জন্য রয়েছে দারুন সুখবর।  LDA অর্থাৎ প্রাণী সম্পদ উন্নয়ন সহকারী পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যের যে কোন জেলার পুরুষ ও মহিলা উভয়ই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আজকের এই প্রতিবেদনে এই চাকরির সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যাদি যেমন পদের নাম , শূন্যপদের সংখ্যা, বেতন, বয়স সীমা, আবেদন করতে কি কি লাগবে, নিয়োগ পদ্ধতি ইত্যাদি বিস্তারিতভাবে আলোচনা করা হল।

Important Dates

বিজ্ঞপ্তি প্রকাশিত৩১/১২/২০২৪
আবেদন শুরুজানুয়ারি, ২০২৫

পদের বিবরন

নিয়োগকারী সংস্থাPublic Service Commission, West Bengal
পদের নামLivestock Development Assistant (Lda)
দপ্তরের নামAnimal Resource Development Department

মোট শূন্যপদের সংখ্যা

PSC র অফিসিয়াল ওয়েবসাইটে যে একটি শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেখানে শূন্যপদ সংক্রান্ত কোন বিস্তারিত তথ্য দেওয়া নেই। পরবর্তী বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হবে।

Read More: ভারতীয় পোর্টে স্থায়ী কর্মী নিয়োগ চলছে! আবেদন করা যাবে ৩১শে জানুয়ারী ২০২৫ পর্যন্ত।

বেতনসীমা (WBPSC Recruitment 2025)

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, এই পদে যোগ্য প্রার্থীরা প্রতিমাসে বেতন পাবেন ৫,৪০০/- টাকা থেকে ২৫,২০০/- টাকা পর্যন্ত। এর সাথে গ্রেড পে পাবেন ২৬০০/- টাকা।

বয়স কি লাগবে?

যে সকল প্রার্থীরা এই পদে আবেদন করতে চান, তাদের বয়স হতে হবে নুন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা

আগ্রহী প্রার্থীদের এই পদে (WBPSC Recruitment 2025) আবেদন করার জন্য কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করলেই তারা আবেদন করতে পারবেন। এছাড়া বিশদে জানতে নিম্নে দেওয়া সংস্থার অফিসিয়াল নোটিফিকেশনটি ভাল ভাবে পড়ে বুঝে নিন।

নিয়োগ কিভাবে করা হবে?

এখানে দুইভাবে যোগ্য কর্মীদের নিয়োগ করা হবে।

  • স্ক্রিনিং টেস্ট
  • ইন্টারভিউ

How to Apply for WBPSC Recruitment 2025?

সম্পূর্ণ অনলাইন মাধ্যমে এখানে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রথমে নিচে দেওয়া সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। তারপর সঠিকভাবে আবেদনপত্রটি ফিলাপ করতে হবে। এরপর সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টগুলি নির্দিষ্ট সাইজে আপলোড করে দিতে হবে।

Important Documents

  • বয়সের প্রমানপত্র।
  • কাস্ট সার্টিফিকেট।
  • শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র।
  • ভোটার কার্ড।
  • আধার কার্ড।
  • পাসপোর্ট সাইজের ছবি।

Important Links

🌐Official WebsiteClick Here
📄Offisial NotificationDownload PDF

Ipsita Dey

ইপ্সিতা দে! এই সাইটের কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment