পশ্চিমবঙ্গ রাজ্যের পরিবহন দপ্তরের পক্ষ থেকে এবার প্রচুর পরিমাণে বেকার কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের পরিবহন ব্যবস্থায় বহুদিন ধরেই বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছে। পরিবহনের ক্ষেত্রে সরকারি বাসের সংখ্যা কমে যাওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে রোজকার যাত্রীদের।
এই কারণেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের পরিবহন দপ্তরে বিপুল পরিমাণ বেকার যুবক-যুবতী নিয়োগ করা হবে। বর্তমান সময়ে সরকারি চাকরি পাওয়া অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে।
এই কারণেই এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে বেকার যুবক-যুবতীদের নিয়োগ করা হবে রাজ্যের পরিবহন দপ্তরে। এক্ষেত্রে পদের নাম, নিয়োগ সংক্রান্ত তথ্য এবং পরিবহন দপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশ বিশদে জানার জন্য অবশ্যই পড়ে নিতে হবে এই প্রতিবেদনটি।
পশ্চিমবঙ্গ রাজ্যের পরিবহন দপ্তরে কর্মী নিয়োগ
রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান দিতে বরাবরই উদ্যোগী পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তাই এবার রাজ্য সরকারের পরিবহন দপ্তরে নতুন পদক্ষেপ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি বাসের সংখ্যা কমে যাওয়া রোজকার যাত্রীদের অসুবিধার কথা পৌঁছেছে নবান্ন পর্যন্ত।
Read More: Pradhan Mantri Awas Yojana 2.0 পোর্টালে নতুন আবেদন শুরু! যোগ্যতা ও ডকুমেন্ট কি লাগবে?
এই কথা কানে যেতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্যে বাসের পরিষেবা বৃদ্ধি করার নির্দেশ দিয়েছেন। অফিস যাত্রীদের দীর্ঘসময় বাসের জন্য অপেক্ষা বন্ধ করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে CNG বাদ পরিষেবা চালু হতে চলেছে। এর পাশাপাশি AC বাসের পরিষেবা বৃদ্ধির বিষয়েও বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে।
মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে পশ্চিমবঙ্গ রাজ্যে ২০০ টির মত CNG বাস পরিষেবা চালু হতে চলেছে। এর জন্য বিপুল পরিমাণে কর্মীর প্রয়োজন হবে বলে জানা যাচ্ছে। এই কর্মী ঘাটতি মেটানোর জন্য মোট ৯০০ জন বেকার যুবক-যুবতীকে নিয়োগ করবে পরিবহন দপ্তর। যেখানে বাস চালক হিসেবে ৪৫০ জন এবং কন্ডাক্টর হিসেবে বাকি ৪৫০ জনকে নিয়োগ করা হবে।
পরিবহন দপ্তরে নিয়োগ সংক্রান্ত তথ্য
রাজ্যের পরিবহন দপ্তরে বাস কন্ডাক্টার এবং চালক পদে কর্মী নিয়োগের অনুমোদন ইতিমধ্যেই দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে। বর্তমানে কোন রুটে কতগুলি বাস চালু হবে সেই বিষয়ে পরিকল্পনা চলছে মন্ত্রীসভার মধ্যে।
এই বিষয়টি নিশ্চিত হয়ে গেলেই রাজ্য সরকারের পক্ষ থেকে কর্মী নিয়োগের বিষয়টি খতিয়ে দেখা হবে এবং সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে। রাজ্যের বাস পরিষেবা উন্নত করার ফলে শুধুমাত্র যে যাত্রীদের সুবিধা হবে তাই নয়, এর পাশাপাশি কর্মসংস্থান হবে বহু বেকার যুবক-যুবতীর।