Yuvashree Prakalpa 2025: সরকারি চাকরি না করেও রাজ্য সরকারের পক্ষ থেকে পাওয়া যাবে প্রতি মাসে ১৫০০ টাকা। পশ্চিমবঙ্গ রাজ্যের বেকারত্ব হ্রাসের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এমন দুর্দান্ত এক প্রকল্প নিয়ে আসা হয়েছে।
দিনে দিনে যে হারে রাজ্যসহ সমগ্র দেশের বেকারত্ব বাড়ছে, সেখানে রাজ্যের যুবক যুবতীকে চাকরির উপযোগী করে তুলতে ইচ্ছুক মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বরাবরই রাজ্যের পুরুষ মহিলা সকলকেই স্বনির্ভর হওয়ার উদ্দেশ্যে ডাক দিয়েছেন। এর জন্য বিভিন্ন সময়ে তাকে নিয়ে সমালোচনাও হয়েছে।
তবে এবারে রাজ্যের বেকার যুবক-যুবতীদের কর্মদক্ষতা বৃদ্ধি করতে প্রশিক্ষণ দিতে চলেছে রাজ্য সরকার। এর পাশাপাশি পাওয়া যাবে প্রতিমাসে বেকার ভাতা। এই দুর্দান্ত প্রকল্প সম্পর্কে বিশদে জানার জন্য অবশ্যই পড়ে নিন আজকের প্রতিবেদনটি।
প্রকল্পের নাম
যুবশ্রী প্রকল্প (Yuvashree Prakalpa 2025)
Read More: পঞ্চায়েতের সব সুবিধা পাবেন ঘরে বসেই! ডাউনলোড করুন পঞ্চায়েত মোবাইল অ্যাপ।
প্রকল্পের উদ্দেশ্য (Yuvashree Prakalpa 2025)
রাজ্যের বেকার যুবক যুবতীদের উদ্দেশ্য করেই এই প্রকল্পটি শুরু করা হয় পশ্চিমবঙ্গ রাজ্য। রাজ্যের ছেলেমেয়েরা যাতে বিভিন্ন বিষয়ে পারদর্শী হয়ে চাকরির চেষ্টা করতে পারেন, সেই বিষয়ে প্রথম থেকেই উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এমন উদ্যোগে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এর সহযোগিতায় রাজ্যের বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য করে তোলার প্রচেষ্টা চলছে। এই অভিনব প্রচেষ্টার নাম দেওয়া হয়েছে যুবশ্রী প্রকল্প।
আবেদনের যোগ্যতা
যেহেতু এই প্রকল্পটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে চালিত হয়, সেই কারণে এই প্রকল্পে আবেদনের জন্য আবশ্যিকভাবে পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে চাকরিপ্রার্থীদের। এর পাশাপাশি রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করতে হবে প্রতিটি ইচ্ছুক প্রার্থীকে। ন্যূনতম অষ্টম শ্রেণি পাস ১৮ বছর থেকে ৪৫ বছরের মধ্যবর্তী সম্পূর্ণভাবে বেকার যুবক-যুবতীরা এখানে আবেদন জানাতে পারবেন।
যুবশ্রী প্রকল্পের সুযোগ সুবিধা
- রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ লাভ।
- প্রশিক্ষণের শেষে সরকারি সার্টিফিকেট প্রাপ্তি।
- প্রতিমাসে বেকার ভাতা হিসাবে ১৫০০ টাকা আর্থিক সহায়তা লাভ।
আবেদন পদ্ধতি (Yuvashree Prakalpa 2025)
এখানে অনলাইন মাধ্যমে আবেদন জানানোর সুযোগ রয়েছে চাকরিপ্রার্থীদের কাছে। অনলাইন মাধ্যমে যুবশ্রী প্রকল্পে আবেদন জানানোর একমাত্র মাধ্যম হলো এমপ্লয়মেন্ট ব্যাংকে নিজেদের নাম নথিভুক্ত করা। এরপরে চাকরি প্রার্থীদের আবেদনটি নিকটবর্তী এমপ্লয়মেন্ট ব্যাংকে গিয়ে জমা করে আসতে হবে। এরপর সঠিক সময়ে এমপ্লয়মেন্ট ব্যাংকের পক্ষ থেকে যুবশ্রী প্রকল্পের যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে। সেই তালিকায় আপনার নাম থাকলে আপনি প্রতিমাসে যুবশ্রী প্রকল্পের বিভিন্ন সুযোগ-সুবিধা পেতে সক্ষম হবেন।
Yuvashree Prakalpa 2025 | Click Here |